২৩ বছর পর ভোটে নির্বাচিত নেতৃত্ব পেল পটুয়াখালী জেলা বিএনপি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:০২
-68665518b7c68.jpg)
সভাপতি স্নেহাংশু সরকার, সম্পাদক মজিবর রহমান। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। সরাসরি ব্যালটের মাধ্যমে ডেলিগেটদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পটুয়াখালী ব্যায়ামাগারে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এতে ১ হাজার ৫১৪ জন ডেলিগেট কাউন্সিলরের মধ্যে ১ হাজার ১৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী আব্দুল হক ফরাজী।
সভাপতি পদে ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি। তার প্রতিদ্বন্দ্বী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মদ বায়জীদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বশির আহম্মেদ মৃধা, যিনি পেয়েছেন ৪২০ ভোট।
অন্যান্য সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির পেয়েছেন ৮৪ ভোট, আহ্বায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং মো. সাইদুর রহমান তালুকদার সাঈদ তালুকদার পেয়েছেন মাত্র ৪ ভোট।
নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন এক যৌথ বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে দলীয় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস