Logo

সারাদেশ

কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নে পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:২৩

কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নে পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই স্মরণে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নে ব্যতিক্রমী দুটি কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার ২৪টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে ১৪টি করে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে চারা রক্ষায় প্রয়োজনীয় বেষ্টনীর ব্যবস্থাও করেছে পৌর কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং সবুজায়ন টেকসই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

একই অনুষ্ঠানে দরিদ্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। উদ্যোক্তাদের মতে, এটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। তিনি বলেন, “এই দুটি উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও নারীর অর্থনৈতিক স্বাধীনতার পথে এক সাহসী পদক্ষেপ। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গাছ রোপণ ও পরিচর্যায় সক্রিয় থাকার অঙ্গীকার করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর