কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নে পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:২৩
-68665a175364f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই স্মরণে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নে ব্যতিক্রমী দুটি কর্মসূচি হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার ২৪টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে ১৪টি করে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে চারা রক্ষায় প্রয়োজনীয় বেষ্টনীর ব্যবস্থাও করেছে পৌর কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং সবুজায়ন টেকসই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
একই অনুষ্ঠানে দরিদ্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। উদ্যোক্তাদের মতে, এটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। তিনি বলেন, “এই দুটি উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও নারীর অর্থনৈতিক স্বাধীনতার পথে এক সাহসী পদক্ষেপ। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গাছ রোপণ ও পরিচর্যায় সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
এআরএস