বীরগঞ্জে আদর্শ শিক্ষকের রাজকীয় বিদায়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৩০
-68665be3ac670.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক। বিদায়ের দিনে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক হৃদয়গ্রাহী মিলনমেলায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে দুই লাইনে দাঁড়িয়ে শিক্ষককে বিদায় জানান। শতাধিক মোটরসাইকেলের বহর ও বাদ্যযন্ত্রের তালে ছাদ খোলা গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদায়ী শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘৩১ বছর ৭ মাস ১৫ দিন পর আজ শেষবারের মতো অফিসের খাতায় স্বাক্ষর করলাম। সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসা কোনো দিন ভুলবো না।’
বিদ্যালয়ের সহকর্মীরা তাকে ‘শিক্ষার বাতিঘর’ আখ্যা দিয়ে বলেন, তিনি শুধু শিক্ষক নন, ছিলেন একজন আদর্শ মানুষ।
আবু বক্কর সিদ্দিক ১৯৯৩ সালে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১০ সাল থেকে লক্ষ্মীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য, ধর্মীয় ও সামাজিক কাজে যুক্ত ছিলেন। শিশুদের জন্য লেখা তার বই ‘ছন্দে ছন্দে শিখি আনন্দে’ পাঠকপ্রিয়তা পেয়েছে।
প্রদীপ রায় জিতু/এআরএস