Logo

সারাদেশ

আলোচনা সভা ও কেক কেটে ঠাকুরগাঁওয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৩৪

আলোচনা সভা ও কেক কেটে ঠাকুরগাঁওয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে উদযাপন করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছর পূর্তি ও ২৩ বছরে পদার্পণ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে এনটিভি দর্শক ফোরাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এনটিভির প্রতিনিধি মো. লুৎফুল রহমান মিঠু, সাবেক সভাপতি মো. মনসুর আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, মানবিক গল্প এবং সংস্কৃতির চর্চায় ভূমিকার প্রশংসা করেন। তারা আশাবাদ জানান, ভবিষ্যতেও এনটিভি এই ধারাবাহিকতা বজায় রাখবে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর