Logo

সারাদেশ

ঘুষ বাণিজ্যের অভিযোগে লক্ষ্মীপুরে পিডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৪০

ঘুষ বাণিজ্যের অভিযোগে লক্ষ্মীপুরে পিডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

প্রিপেইড মিটার লক করে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্প মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক চত্বর প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘুষ না দেওয়ায় গত ২২ জুন হঠাৎ করে দুই শতাধিক প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। এতে অনেক গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হন।

ভুক্তভোগীদের স্বাক্ষরিত অভিযোগপত্রে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মোক্তাদিরের বিরুদ্ধে অন্তত ১৬টি অনিয়মের উল্লেখ করা হয়।

এর মধ্যে রয়েছে—বিল পরিশোধ করেও বকেয়া দেখানো, সংযোগ ও মিটার বদলে অতিরিক্ত টাকা আদায়, সরকারি মালামাল বিক্রি এবং নির্দিষ্ট ঠিকাদারকে নিয়মবহির্ভূত কাজ পাইয়ে দেওয়া।

বক্তারা বলেন, ‘ঘুষ ছাড়া এখানে কিছুই হয় না। সাধারণ গ্রাহকরা পিডিবির কর্মকর্তাদের দুর্নীতিতে চরম ভোগান্তির শিকার।’

বিক্ষোভকারীরা সোমবার পিডিবি অফিস ঘেরাও এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির ঘোষণা দেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর