ভেড়ামারায় পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন, আতঙ্কে ১০ হাজার মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৪৪
-68665ef248e88.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে নদী তীরবর্তী চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, ১২ মাইল, টিকটিকিপাড়া ও মসলেমপুর এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নদী প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। নদীতে পানি বাড়ার পাশাপাশি স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে একরের পর একর কৃষিজমি।
স্থানীয়রা জানান, সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে ভাঙন থেকে পদ্মার প্রতিরক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ৪০ মিটার। ইতোমধ্যে নদীর পাড়ে মানববন্ধন করে এলাকাবাসী দ্রুত ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।
বাহিরচরের বাসিন্দা আলাউদ্দিন জানান, কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন তারা।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, ৯ কিলোমিটার ভাঙনরোধে ১ হাজার ৪৭২ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রভাবেও ভাঙন দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান জানান, অনুমোদন পেলেই নিয়ম মেনে দ্রুত কাজ শুরু করা হবে।
আকরামুজ্জামান আরিফ/এআরএস