Logo

সারাদেশ

সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৬:৪৯

সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাকির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাইয়ের বালিথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ১৭ জুন বিকেলে অভিযুক্ত জাকির তার ছোট বোনের মাধ্যমে শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নেয়। সেখানে শিশুটিকে গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে।

ঘটনাটি পরিবার জানার পর শিশুটি প্রথমে সাটুরিয়া মডার্ন ক্লিনিকে চিকিৎসা নেন। অবস্থা খারাপ হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুর চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সমাজ ও পরিবারকে আরও সচেতন হয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর