স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন, প্রেমিকসহ দুজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:১৫
-6866666203076.jpg)
ছবি : সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পরকীয়ার জেরে স্বামী জসিম উদ্দিনকে হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে স্বামী জসিম উদ্দিনকে কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করে রিতা ও মালেক। নিহতের ভাই আব্দুর রশিদ পরদিন হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।
রায়ে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, নেকবার ও রিমা ইয়াসমিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও গৌতম কুমার।
রায় ঘোষণার পর নিহতের ভাই আব্দুর রশিদ বলেন, ‘আমরা চেয়েছিলাম আসামিদের মৃত্যুদণ্ড হোক। উচ্চ আদালতে আপিল করবো।’
এআরএস