তারেক রহমানের আত্মীয় পরিচয়ে প্রতারণা, ভুয়া ব্যারিস্টার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:১৭
---2025-07-03T171709-686666e536fa1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
তিনি বলেন, শামীম রহমান নিজেকে ব্যারিস্টার পরিচয়ে তারেক রহমানের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচয় দিতেন। তিনি বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন পদে পদায়নের আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন।
গত ২২ জুন বিকেলে বগুড়া শহরের এক কফিশপের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদার নামের দুই যুবদল নেতার সঙ্গে দেখা করেন শামীম। তিনি ইমরানকে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার কথা বলে ২ লাখ এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা দাবি করেন। এ সময় তারা নগদ ৫০ হাজার টাকা শামীমের হাতে তুলে দেন।
পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যারিস্টার শামীম রহমান নামে তারেক রহমানের কোনো আত্মীয় নেই।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান জানান, শামীম রহমান দীর্ঘদিন ধরে বিএনপির পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড, ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ২টি মোবাইল ফোন এবং ডজনখানেক সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।
জুয়েল হাসান/এমআই