Logo

সারাদেশ

বিস্ফোরক মামলায় সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:২৪

বিস্ফোরক মামলায় সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

শুনানিতে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দুর্জয়ের গ্রেপ্তারের খবরে বুধবার সকাল থেকেই মানিকগঞ্জ আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। বিএনপি নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিক্ষোভ করেন।

অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ বলেন, ‘ছাত্র জনতার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছে এই দুর্জয়। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আশা করি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর