Logo

সারাদেশ

অ্যাড. আব্দুস সালাম আজাদ

শেখ হাসিনা বারবার জাতির সঙ্গে বেইমানি করেছেন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:২৮

শেখ হাসিনা বারবার জাতির সঙ্গে বেইমানি করেছেন

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘শেখ হাসিনা বারবার জাতির সঙ্গে বেইমানি করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, শেখ হাসিনা এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আপস করেছেন। তার শাসনামলে দেশে গণতন্ত্র ছিল না, যেভাবে তাঁর পিতা শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিলেন।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থেকে যেভাবে মানুষকে দমন করেছেন, শেখ হাসিনাও একই কায়দায় হাজারো বিএনপি নেতাকর্মীকে গুম, খুন করেছেন। সর্বশেষ জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান এই আন্দোলন থামাননি, বরং জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছেন। ৫ আগস্ট গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন।’

আব্দুস সালাম বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এই সরকারকে বিএনপি সবধরনের সহযোগিতা করবে।’

ড্যাব নারায়ণগঞ্জ শাখার আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ড্যাব সদস্য ডা. মজিবুর রহমান, ডা. আমির উল মুলক, ডা. কাসেদুর রহমান, ডা. পংকজ নাহা ও ডা. আবু সালেহ প্রমুখ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর