Logo

সারাদেশ

পটুয়াখালীতে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৯

পটুয়াখালীতে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর টেংরাখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই ভোর ৪টায় পটুয়াখালী সদর থানাধীন টেংরাখালী পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুয়াকাটা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ১ কোটি ৫৫ লাখ পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অবৈধ রেণুর প্রকৃত মালিক শনাক্ত না হওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আটক ট্রাক চালক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়।

হারুন-অর-রশীদ আরও জানান, কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর