বাগেরহাটে স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:০৫
-68667202ec613.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার (৩ জুলাই) বাগেরহাট পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, জেলা ছাত্রনেতা ও স্থানীয়রা অংশ নেন।
বক্তারা জানান, বিদ্যালয়ের সামনে ও আশপাশের সড়কে ময়লা-আবর্জনা পড়ে থাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন হচ্ছে। পাশাপাশি পথচারী ও স্থানীয়রা দুর্গন্ধে ভোগেন। তারা অভিযোগ করেন, পূর্বেও স্মারকলিপি দেওয়া হলেও পৌরসভার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি।
মানববন্ধনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ময়লা ফেলা বন্ধ না হলে ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, ওই এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা ফেলা নিষিদ্ধ করা হয়েছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এআরএস