Logo

সারাদেশ

নান্দাইলে ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:০৮

নান্দাইলে ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের নান্দাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

গ্রেপ্তার তিনজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার তারপাশা গ্রামের মো. আলমগীর (৪৫), মো. নয়ন মিয়া (৪৮) এবং কালিয়ার কান্দা গ্রামের মো. শাহজাহান (৩৫)।

পুলিশ জানায়, উপজেলার আচারগাঁও ইউনিয়নের জামতলা এলাকা থেকে সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা পাশের ঝাউগড়া গ্রামের আজহারুল ইসলামের সেচ প্রকল্প থেকে তিনটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করেন। জব্দ করা ট্রান্সফরমারের মূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

ঘটনার পর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অসীম কুমার দাস বাদী হয়ে ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারোয়ার জাহান রাজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর