নাহিদ
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:১০
---2025-07-03T195829-68668f57046f2.jpg)
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই ) বিকেলে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গি মোড়ের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না। এই সংবিধান মানুষের কল্যাণে কাজ করে নাই, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেয়া হবে না।’ শেখ হাসিনার বিচার সম্পন্ন ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই আন্দোলনের শহীদেরা। এই শহীদদের ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এদেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমরা কোনো সরকারি অফিস আদালতে জনগণের সাথে বাঘের মতো আচরণ দেখতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সকল বৈষম্যের অবসান ঘটিয়ে জুলাই আন্দোলনে নতুন রাজনৈতিক দল এনসিপির সৃষ্টি হয়েছে। শহীদের স্বপ্ন ও ত্যাগকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’
জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় তার সাথে ছিলেন-এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন ও নীলফামারী জেলার প্রধান সমন্বয়ক আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
তৈয়ব আলী সরকার/এমআই