Logo

সারাদেশ

পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় সন্ত্রাসী হামলা-লুটপাট, আহত ৭

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:৪০

পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় সন্ত্রাসী হামলা-লুটপাট, আহত ৭

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর পলাশে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এতে অন্তত সাত শ্রমিক আহত হয়েছেন। হামলায় ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কারখানার ড্রেজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও কারখানার কর্মকর্তা জানান, দুপুর ১২টার দিকে নদীপথে দুই ট্রলারে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী কারখানার পাশের ড্রেজারে প্রবেশ করে। তারা শ্রমিকদের ছয়টি কক্ষে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে। বাধা দেয়ার চেষ্টা করলে সাতজন শ্রমিক আহত হন। লুটপাট শেষে হামলাকারীরা ট্রলারে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কারখানার সহকারি ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান বলেন, ২০২২ থেকে নির্মাণাধীন এই কারখানায় ঘন্টায় ২৫০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হবে। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা কারখানায় চাঁদা দাবি করছে। চাঁদা না দেয়ায় এ ধরনের দিনে দুপুরে হামলা চালানো হয়েছে। হামলার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর