মুরাদনগরে ধর্ষণের ভিডিও ছড়ানোর মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:৫৩
-6866a77e6288b.jpg)
শাহ পরান। ছবি : সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, শাহ পরান ভুক্তভোগী নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ফেসবুকে ছড়ানোর মূল হোতা।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আত্মগোপনে থাকা শাহ পরানকে অভিযান শেষে গ্রেপ্তার করা হয়। তার কাছে ধর্ষণ ও নির্যাতনের ছবি ও ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ‘ভিডিও ছড়ানোর ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততা পুলিশের তদন্তে পাওয়া গেছে। র্যাব তাকে গ্রেপ্তার করেছে এবং থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধ থেকে ঘটনাটি সংঘটিত হয়েছে। ভাই ফজর আলীর সঙ্গে শাহ পরানের বিরোধ দীর্ঘদিন চলছিল। এ পরিকল্পনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমন ও সহযোগীদের মাধ্যমে বাস্তবায়িত হয়। সুমন গ্রেপ্তার হলেও শাহ পরান দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
পুলিশ ইতোমধ্যে ফজর, সুমন, রমজান, আরিফ ও অনিককে গ্রেপ্তার করেছে। ফজর বর্তমানে চিকিৎসাধীন। বাকি চার জনের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিও বিশ্লেষণে আরও সন্দেহভাজনদের নাম পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, সন্দেহভাজন ২০-২৫ জনের তালিকা হাতে রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে কাজ করছে। ভুক্তভোগী নারী ও পরিবারের নিরাপত্তার জন্য তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
মুরাদনগর থানার ওসি জানান, এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা হয়েছে। পর্নোগ্রাফি মামলায় ৩০ জনের নাম রয়েছে। আদালত গতকাল চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বিকালে শাহ পরানকেও গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস/