Logo

সারাদেশ

মহিপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:২৪

মহিপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

পটুয়াখালীর মহিপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৫০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে মহিপুর মৎস্যবন্দরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় মরদেহটি।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, `সকালে হাঁটতে বের হয়ে দেখি এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে আছেন। কাছে গিয়ে ডাক দিলে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিই।'

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

জাকারিয়া জাহিদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর