Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৪:৫১

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলীর (৭) মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান একইসঙ্গে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের বাবা দুজনেই ঢাকায় কর্মরত। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় বাড়িতে আসেন দুইভাই। সকালে ঘুম থেকে উঠে খেলার জন্য বেরিয়ে যায়। একপর্যায়ে পুকুরে পড়ে গিয়ে দুজনই ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবু সালেহ/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর