কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৫:৩৭

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে বিদেশি পিস্তলসহ (৫৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খোকন মিয়া সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ আসামি গ্রেপ্তারের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
সোহাগ/এমবি