Logo

সারাদেশ

কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:০১

কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৪ জুলাই) র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার মদন থানার বালালী গ্রামের আদম আলীর ছেলে শাহ আলম (৩২) ও জেলার কেন্দুয়া থানার চংনোয়াগাঁও গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো. খাইরুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জের সদর উপজেলার রশিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর