ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:০৩

ছবি : প্রতিনিধি ও গ্রাফিক্স
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দসহ শিপন মোল্লা ওরফে শিবু (৩২) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ওই এলাকার মুনজুর মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত বাহিনী অভিযান চালিয়ে শিপন মোল্লাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ভাবে মাদক বিক্রয় করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এলাকাবাসীর দাবী, শিপন দীর্ঘদিন মাদক ব্যবসার পাশাপাশি একজন পেশাদার চোর। তার কারণে যুবসমাজ ধ্বংসের পথে। পুলিশ তাকে বারবার গ্রেপ্তার করলেও কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও অপকর্ম চালিয়ে যায়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।