Logo

সারাদেশ

দেশের সবচেয়ে নির্যাতিত দল বিএনপি : সাবেক এমপি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৬:২৯

দেশের সবচেয়ে নির্যাতিত দল বিএনপি : সাবেক এমপি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, দেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি। বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। অনেকেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি রুবেল বলেন, দেশের জন্য, মানুষের জন্য ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে গুম, খুন ও হাজার হাজার মামলা মাথায় নিয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে। এ নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। বর্তমানে ৫ আগস্টের পরে অনেকেই দলে এসে বিপ্লবী সেজে পদ দখলের চেষ্টা করছে। কিন্তু এটা হতে দেওয়া হবে না।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্জাহান আকন্দ। এতে সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব মো. আব্দুল মান্নান। কর্মী সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন—হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর