Logo

সারাদেশ

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৭:১৮

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক দোকান পুড়ে ছাই। ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাধবদী বড় মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী, নরসিংদী ও পলাশের ৫টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার পর সকাল ৭টার দিকে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপিত হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানান, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশের ইউনিটসহ পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুমন রায়/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর