Logo

সারাদেশ

জামায়াতের আমির

মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৭:৩০

মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ছবি : সংগৃহীত

মব পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মবের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে জনসমভায় যোগ দেওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা সবসময় মবের ঘোর বিরোধী। মব ১৯৭২ সাল থেকে শুরু হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মী মবের সঙ্গে জড়িত নেই।

এসময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর