স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় সরকার : জ্বালানি উপদেষ্টা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:০৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : বাংলাদেশের খবর
স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এভাবে নির্বাচনে যেই আসুক, তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম প্রমুখ।
মেহেদী হাসান/এমবি