
জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা চালু, বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি পার্থ সারথী রায়। উপস্থিত ছিলেন সহপ্রচার সম্পাদক খোকন রায়, জেলা প্রচার সম্পাদক শান্ত চক্রবর্তী, রাম মোদক, রূপগঞ্জ উপজেলা সভাপতি বিনয় অধিকারী, পরশ হাজরা, শ্যামল দেবনাথ, প্রাণকৃষ্ণ ভৌমিক, রতন দাস, সুজন চন্দ্র দাস, বরিন সরকার, সুভাস দে, মনোরঞ্জন দাস, সম্ভুনাথ দে, গৌরাঙ্গ চন্দ্র সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এ দেশ স্বাধীন করেছি সকলে মিলে। যুদ্ধের সময় কেউ বলেনি কে মুসলিম, কে হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ। দেশ স্বাধীন হওয়ার পর এখন কেন আমাদের নিচু চোখে দেখা হবে? আমাদের কেন নির্যাতনের শিকার হতে হবে? আমরা এ দেশের নাগরিক। এ দেশেই আমাদের জন্ম—তাহলে আমরা কোথায় যাবো?
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এমবি