Logo

সারাদেশ

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৮:৪৫

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে খুন করেছে ভাতিজা।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাধানাথ চন্দ্র দাস (৫৫) একই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাধানাথ চন্দ্র দাস ও তার বড় ভাই নৃপেন চন্দ্র দাস পৈতৃক জমিতে পাশাপাশি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে বসতভিটার ভাগাভাগি ও সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন নৃপেন চন্দ্র দাস সীমানা ঘেঁষে টয়লেট স্থাপন করতে গেলে ছোট ভাই রাধানাথ বাধা দেন। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা।

শুক্রবার সকালে এ বিরোধ চরমে পৌঁছে গেলে বড় ভাই নৃপেন চন্দ্র দাস ও তার দুই ছেলে ঠাকুর চন্দ্র দাস এবং সত্যেন্দ্রনাথ চন্দ্র দাস ধারালো অস্ত্র নিয়ে রাধানাথের ওপর হামলা চালান। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাধানাথকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই পোলাদ বলেন, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। তবে যারা এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাধানাথের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের ছেলে সুমন চন্দ্র দাস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আতিকুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর