Logo

সারাদেশ

ইসলামের রাষ্ট্র গঠন করলে আমরা সবাই ভালো থাকবো : ড. মাসুদ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৯:০৩

ইসলামের রাষ্ট্র গঠন করলে আমরা সবাই ভালো থাকবো : ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মাঝেও বিভিন্ন সময়ে উপকরণ দিয়েছি, তাদের সেবা করার চেষ্টা করেছি। কারণ ইসলাম যেখানে ভালো, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীরাও ভালো থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন করেছিলেন, সেই সোনার মদিনায় ভিন্ন ধর্মাবলম্বীরাসহ সবাই ভালো ছিল।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটি প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া বিগত ১৭ বছরে এই বগা এলাকায় কোনো মানুষ বা রাজনৈতিক দল প্রকাশ্যে সভা-সমাবেশ করার সুযোগ পায়নি। আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আমরা জনগণের কল্যাণে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। বাউফলের তরুণ-যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমরা কাজ করে গেছি।

তিনি আরও বলেন, করোনা সংকটের সময় অনেকের চাকরি চলে গিয়েছিল। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কর্মসংস্থানের জন্য আমরা গবাদি পশু কিনে দিয়েছি। কৃষক ভাইদের জন্য কৃষি উপকরণ দিয়েছি। টেকনিক্যাল উপকরণ দিয়েছি। আমাদের মা-বোনদের সেলাই প্রশিক্ষণ দিয়ে অসচ্ছলদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শীতকালীন সময়ে শীতবস্ত্র বিতরণ করেছি। ওই সময় এসব বিতরণ করলে পুলিশ হয়তো আমাদের গ্রেপ্তার করত—এটা জানা সত্ত্বেও গত ১৭ বছরে আমরা আপনাদের থেকে বিচ্ছিন্ন থাকিনি। নদীবেষ্টিত এই বাউফলের বিভিন্ন সময়ের ঝড়-বন্যা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছি। তাদের দুঃখ-দুর্দশা লাঘবে আমরা কাজ করেছি।

অনুষ্ঠান শেষে ড. মাসুদ ‘জুলাই বিপ্লব’ স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুণ-যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. শহীদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমুখ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর