
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিন। ছবি : বাংলাদেশের খবর
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় এক মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রবিন ফেনী শহরের ‘কিশোর গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল কান্তি শর্মা বলেন, ঢাকার ডেমরা থানার মাধ্যমে ছাত্রলীগ নেতা রবিনের গ্রেপ্তারের খবর আমরা জানতে পারি। তাকে আনতে আমাদের একটি টিমকে ঢাকা পাঠানো হয়েছে।
এমবি