কুমিল্লায় মা-দুই সন্তানকে হত্যা : ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:১৮

কুমিল্লায় মা-দুই সন্তানকে হত্যা : ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি। ছবি : সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডেকে এনে প্রকাশ্যে মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত কড়ইবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে মো. রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকার একটি পক্ষ রুবি ও তার সন্তানদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ তোলে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ও আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ঘটনাস্থলে গিয়ে রুবিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বাচ্চু মিয়া ও শিমুল বিল্লাল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে এলাকার শতাধিক লোক ঘটনাস্থলে গিয়ে তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি নিহত হন। আহত হন আরেক মেয়ে রুমা আক্তার।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে তিনজনের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। কাজ শেষ হলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত রাসেলের স্ত্রী জানিয়েছেন, দুপুরের দিকে থানায় গিয়ে মামলা করবো। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এখনো নিহত পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। তাদের খোঁজ করা হচ্ছে। পরিবার অভিযোগ না করলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবে। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি