Logo

সারাদেশ

কচুয়ায় সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০:৩১

কচুয়ায় সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

কচুয়ায় সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রহিমানগর বাজারের শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে গিয়ে সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম মিলন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আবেগ ও সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, রহিমানগর বাজারে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতাও বেড়েছে।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসী চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর