Logo

সারাদেশ

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২১:২৯

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ। ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের বিরুদ্ধে জাতীয় পার্টির মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুক্তমঞ্চের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, বরিশালে নুরুল হক নুর ও রাশেদ খানসহ ২৫ জন নেতাকর্মীর নামে মামলা গ্রহণের জন্য আদালত যে নির্দেশ দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে রয়ে গেছে। ১৪ দল ও জাতীয় পার্টি ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাই শুধু আওয়ামী লীগের নয়, এই দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস পার হলেও এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তারাও কোনো দায়িত্ব পালন করছে না। এই সরকার আসলে আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার হিসেবে কাজ করছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী। তিনি বলেন, নুরুল হক নুর ২৪-এর আন্দোলনের মহানায়ক। তার নামে করা মামলার তীব্র প্রতিবাদ জানাই। এই মামলা প্রত্যাহার না করা হলে আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।

সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদার।

এছাড়া বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সহসভাপতি আশরাফ প্রমুখ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর