Logo

সারাদেশ

খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:০০

খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে উথলিতে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মংলা থেকে সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনটি উথলি রেলস্টেশন সংলগ্ন আদুরে উথলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনার শিকার হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মালবাহী এই ট্রেনটিতে মোট ৩২টি বগি ছিল। একটি বগি লাইনচ্যুত হলে তা রেললাইনের উপর পড়ে যায় এবং তৎক্ষণাৎ খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দীর্ঘ সময় স্টেশন ও ট্রেনের ভেতর চরম দুর্ভোগে পড়েন।

দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত সাড়ে দশটার দিকে রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি রেললাইনের পাশ থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়। এরপর রাত ১১টা ১৫ মিনিটে আটকে পড়া আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার ইউসুফ পলাশ নিশ্চিত করে বলেন, বগি সরিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে আটকে পড়া অন্যান্য ট্রেনও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর