Logo

সারাদেশ

মাসুদ সাঈদী

পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:৩৭

পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব

ছবি : প্রতিনিধি

জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতি রোধের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

শুক্রবার (৪ জুন) সকাল ১০টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং পিরোজপুরের ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি জামায়াতের পক্ষ থেকে ১৯৮৪ সালে উত্থাপন করা হয়েছিল, ৭ বছর পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ জামায়াত উত্থাপিত এ দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে, একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এর কল্যাণময় ও যৌক্তিক দিকগুলো বুঝতে পারবে।’

পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। মাসুদ সাঈদী বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতি হয় পিআর পদ্ধতির মাধ্যমেই তা রোধ করা সম্ভব। আশা করি সব রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ও দেশের জনগণ তা বুঝতে পারবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আমির মোদাচ্ছের হোসাইন, সেক্রেটারি আব্দুস সাত্তার, পিরোজপুর বাজার সভাপতি কবিট হোসেনসহ পৌরসভা ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

সৈয়দ বশির আহম্মেদ/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর