Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ভিপি নূর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মশাল মিছিল

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:২৪

কুষ্টিয়ায় ভিপি নূর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মশাল মিছিল

ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গণ অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গেল ৩১ মে রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। এঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি নুরুল হক নুর, রাশেদ খাঁনসহ ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

আকরামুজজামান আরিফ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর