Logo

সারাদেশ

বাগেরহাটে ৫ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:০৫

বাগেরহাটে ৫ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ছবি : প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও দৃষ্টি উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে  দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. বেলায়েত হোসেন।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, ব্যারিস্টার শেখ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন, বিভিন্ন স্থান থেকে আসা ৫ সহস্রাধিক রোগীকে চক্ষু চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ছানি অপারেশনযোগ্য রোগী বাছাই করা হয়। বাছাইকৃত ছানি রোগীদের ঢাকায় লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে। চোখের অল্প সমস্যাজনিত রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেয়া হয়। বয়স্কজনিত কারণে চোখে কম দেখা রোগীদের জন্য ফ্রি চশমা দেয়া হয়েছে।

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজনের অন্যতম উদ্যোক্তা ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই 'অন্ধত্ব প্রতিরোধ করুন' প্রতিপাদ্যে ২০০৯ সাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের ব্যবস্থা করে আসছি। এ পর্যন্ত লক্ষাধিক রোগীকে সম্পূর্ণ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে সাড়ে ৬ হাজার রোগীর চোখের  অপারেশন করা হয়েছে। আজ ৫ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। মানবকল্যাণে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান এই ব্যবসায়ী।

শেখ আবু তালেব/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর