সিপার আল বখতিয়ার
স্বৈরাচার সরকার যুবসমাজকে ধ্বংস করেছিল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৪২
-6868ad4080c75.jpg)
ছবি : প্রতিনিধি
স্বৈরাচারী সরকার ১৭ বছরে যুবসমাজকে ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোদারপাড়া যুব সমাজের উদ্যোগে শর্টবার ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একজন খেলোয়াড়ি পারে জাতিকে পরিবর্তন করতে। আজ আপনাদের এলাকার কৃতি সন্তানেরা এরকম ছোট মাঠ থেকে তারা আজ জাতীয় পর্যায়ে খেলছে। ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভেতর থেকে এমন খেলোয়াড় তৈরি হোক।
সিপার আল বখতিয়ার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তাদের খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। যারা খেলাধুলা করেন তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন।
প্রতিটি এলাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করার আশ্বাস ব্যক্ত করে জেলা যুবদলের সাবেক সভাপতি বলেন, আজ আপনাদের এলাকার কৃতি সন্তানেরা এরকম ছোট মাঠ থেকে তারা জাতীয় পর্যায়ে খেলছে। ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভেতর থেকে এমন খেলোয়াড় তৈরি হোক।
খেলা শেষে জেলা শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি খাসি ও রানার্স-আপ দলকে রাজহাঁস তুলে দেন সিপার আল-বখতিয়ার।
ফাইনাল খেলায় ছোট কুমিড়ার মন্ডলপাড়া গ্রিনেস ক্লাব ৪-৩ গোলে সরদারপাড়া নিউ ফাইভ স্টার ক্লাবকে পরাজিত করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি সভাপতি হারুনুর রশিদ (সাজু), বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম (পোটল), ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাফুজার রহমান (মাফু),মর্জিনা ইসমাইল মডেল মাদ্রাসার পরিচালক মোখলেছুর রহমান (মুকুল)।
আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমদাল হক মিলন, ১৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রানা মণ্ডল,রাজ্জাক সরকার, প্রমাণ শিল্পী গোত্র পরিচালক দ্বীন ইসলাম (দিলদার), বিশিষ্ট ব্যবসায়ী শাকিল ইসলাম, কবির ওয়েল মিল স্বত্বাধিকারী আলহাজ্ব মো. হুমায়ূন কবির, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল শেখ, আব্দুল আলিমসহ অন্যান্যরা।
জুয়েল হাসান/এএ