Logo

সারাদেশ

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৪:৫৫

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ জুলাই) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় আজিজ মোল্লার বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গত ৩ জুলাই সন্ধ্যায় ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি সে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায়। পরে পারভেজকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩ জুলাই দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এন বি আকাশ/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর