স্ত্রীর সামনেই ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:১৯

স্ত্রীর সামনেই ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে সোলেমান মাতুব্বর (৭০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মাদ্রাসা মাঠ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান মাতুব্বর আলগী ইউনিয়নের নলিয়া এলাকার মৃত রহমান মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে খামারের গরুর দুধ নিয়ে পাশের গ্রামে মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন সোলেমান। স্বামীকে বিদায় দিয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী বেগম। বাড়ির সামনের রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন চলে আসতে দেখেন স্ত্রী। তিনি দূর থেকে ডাকাডাকি করলেও শ্রবণপ্রতিবন্ধী সোলেমান কিছুই শুনতে পাননি। স্ত্রীর চোখের সামনেই ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।
এ বিষয়ে ভাঙ্গা বামনকান্দা রেলস্টেশন পুলিশের এসআই শওকত হোসেন বলেন, রেললাইন দিয়ে হাঁটার সময় সোলেমান মাতুব্বর নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। তিনি কানে শুনতে পারতেন না। আমরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
মোসলেউদ্দিন/এমবি