Logo

সারাদেশ

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট, কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:৫৯

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট, কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

কুষ্টিয়ার ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি। ছবি : সংগৃহীত

জুলাই মাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করায় কুষ্টিয়ার ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়ার ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে গত ১ জুলাই (মঙ্গলবার) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কনস্টেবল ফারজুল।

এ ঘটনার পর রাতেই তার ছুটি বাতিল করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একইসঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল। তারপর থেকে তিনি কর্মস্থলে ফেরেননি। রয়েছেন আত্মগোপনে।

এদিকে রনিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আকরামুজজামান আরিফ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর