Logo

সারাদেশ

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৬:৩৮

মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলে আটক

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে যৌথ অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মা ও ছেলেকে আটক করেছে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই) সকালে শহরের ওয়াদাপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়াপাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) ও তার ছেলে জাহিদ (২৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিখা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৮৩০ টাকা ও দুটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে মাদক মামলার প্রধান আসামি নবী ওরফে নূর নবী পালিয়ে যেতে সক্ষম হন। তিনি মিয়াপাড়ার লুৎফর রহমানের ছেলে।

পরিদর্শক বিদ্যুৎ বিহারী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলে হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আকতারুজ্জামান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর