Logo

সারাদেশ

কিশোরগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৮

কিশোরগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের ভৈরবে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২৩) ও খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আলী বক্সের ছেলে আকরাম গাজী (৫২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় একটি মিনি ট্রাকের পেছনে তাবু দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রউফ ভূইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর