Logo

সারাদেশ

কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ নয় : ফাওজুল কবির

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:৪৬

কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ নয় : ফাওজুল কবির

ছবি : বাংলাদেশের খবর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সরকারি কর্মকর্তারা তাঁর সঙ্গেই কাজ করবেন।

শনিবার (৫ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্মরণকালের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায়। এমন নির্বাচন, যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন, কোনো সহিংসতা থাকবে না, প্রার্থীদের পোলিং এজেন্টরা কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন এবং ভোট গণনা হবে উন্মুক্তভাবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় অংশীজনেরা।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর