গেজেটভুক্তির দাবিতে আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা সমাবেশ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:৫৭

ছবি : বাংলাদেশের খবর
২০১৭ সালের যাচাইকৃত তালিকা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত করার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাবেশ করেছেন গেজেট থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধারা।
শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় ‘আলফাডাঙ্গা গেজেট বঞ্চিত মুক্তিযোদ্ধাবৃন্দ’ ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা গেজেট বঞ্চিত মুক্তিযোদ্ধাবৃন্দের আহ্বায়ক অ্যাডভোকেট মিরাজ শরীফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ।
এ সময় বক্তব্য দেন এনসিপির আলফাডাঙ্গা উপজেলা শাখার সমন্বয়ক তামিম আহমেদ মিলন, মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার, মশিউর রহমান, ইব্রাহিম বিশ্বাস এবং গেজেটবঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. আহাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ সালে উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়। তবে দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও তাদের নাম গেজেটভুক্ত করা হয়নি।
তারা অভিযোগ করেন, ওই তালিকায় যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তাঁদের নাম গেজেটভুক্ত করা হয়েছে। কিন্তু যারা আওয়ামী লীগ করেন না, তাদের নাম রাখা হয়নি।
বক্তারা বলেন, ২০১৭ সালের তালিকাই গ্রহণযোগ্য। এ তালিকা অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ না হলে আগামী ৭ আগস্ট তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
সমাবেশ শেষে গেজেট বঞ্চিত মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
এআরএস