এনসিপি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : ডা. শাহেদ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:০০

ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ।
শনিবার (৫ জুলাই) বিকেলে জেলার আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রী শ্রী হরি মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ডা. বায়েজিদ হোসেন শাহেদ বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অভাবনীয় পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গড়া দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এই রাজনৈতিক সংগঠনটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশে যত ধর্ম ও ধর্মীয় সম্প্রদায় রয়েছে, সবার মতামতের প্রতি এনসিপি শ্রদ্ধাশীল। সবাই যেন সমান নাগরিক অধিকার পায়, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, দেশের মানুষ চায় আগামীতে তরুণদের হাত ধরে রাষ্ট্রক্ষমতা পরিচালিত হোক। তরুণরা জনগণকে নেতৃত্ব দিক, এই প্রত্যাশা মানুষের রয়েছে। এজন্য তরুণদের নিয়ে কাজ করছে এনসিপি।
এ সময় তার সঙ্গে এনসিপির উপজেলা শাখার সমন্বয়ক কমিটির সদস্য নাজমুল হোসেন, শেখ লিটন ও জাকির হোসেনসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচকে/এমবি