Logo

সারাদেশ

জনগণই বিএনপির ক্ষমতার উৎস : ইয়াসের খান চৌধুরী

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:১৭

জনগণই বিএনপির ক্ষমতার উৎস : ইয়াসের খান চৌধুরী

ছবি : বাংলাদেশের খবর

জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, ‘জনগণই বিএনপির ক্ষমতার উৎস। এমন কোনো কাজ করবেন না, যাতে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সঙ্গে আমার কোনো আপস নেই।’

শনিবার (৫ জুলাই) বিকেলে খারুয়া উচ্চ বিদ্যালয় মাঠে খারুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান আরও বলেন, ইউনিয়ন কমিটিতে নেতৃত্ব নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে ভোটের মাধ্যমে সদস্য নির্বাচন করা হবে। দলকে সংগঠিত করার যোগ্যতার ভিত্তিতে কমিটিতে স্থান দেওয়া হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, শেখ মাহমুদ হোসেন, বদরুদ্দজামান বাদল, ওয়ালীউল্লাহ, হাবিবুর রহমান, আতাউল করিম অলিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সারোয়ার জাহান রাজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর