Logo

সারাদেশ

সংস্কার ছাড়া নির্বাচন গণহত্যার শামিল : জামায়াত আমির

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:২৫

সংস্কার ছাড়া নির্বাচন গণহত্যার শামিল : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মৌলিক সংস্কার সম্পন্ন না করে নির্বাচন আয়োজন করা হলে তা হবে নির্বাচনকে গণহত্যায় রূপান্তর করার শামিল।’

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদ থাকতে পারবে না। অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, এখনো করছি। সেই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো সুষ্ঠু নির্বাচন। আমরা ইতোমধ্যে মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছি। এ সংস্কারের পথে বাধা দেওয়া রাজনৈতিক সদিচ্ছার বিপরীত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রশাসনের কোনো ‘ট্যু-শব্দ’ যেন না শোনা যায়। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমরা তাদের সঙ্গে বেঈমানি করব না। তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা প্রস্তুত।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে আছি। ফ্যাসিবাদের চিহ্ন মুছে না যাওয়া পর্যন্ত লড়াই চলবে। সবাইকে দেশপ্রেম ও আল্লাহর প্রতি ইমান নিয়ে সামনে এগোতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম প্রমুখ।

এর আগে দুপুরে একই স্থানে রুকন সম্মেলনেও বক্তব্য দেন জামায়াত আমির।

এম. এমরান পাটোয়ারী / এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর