বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৩২
-6869376e04caa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি একটি নারীবান্ধব রাজনৈতিক দল। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
শনিবার (৫ জুলাই) হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন হলে ওয়ার্ডভিত্তিক মহিলা দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের একত্রিশ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে।’
তিনি মহিলা দলকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জোর প্রচারণার আহ্বান জানান।
সন্ধ্যায় একই স্থানে তিনি ইউনিয়ন পরিষদের বিএনপি-সমর্থিত সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, ‘বিএনপি স্থানীয় সরকারকে দলীয় প্রভাবমুক্ত ও শক্তিশালী করতে চায়। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় সরকারকে অবহেলায় রাখা যাবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় স্থানীয় সরকার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। প্রশাসন ছিল দর্শকের ভূমিকায়। বিএনপি সেই বাস্তবতা বদলাতে চায়।’
পরে তিনি ইমেক্স হোটেল মিলনায়তনে পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উমর ফারুক আকাশ/এআরএস