Logo

সারাদেশ

বিএনপি নেতার উদ্যোগ

শ্রীপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবার পেল নতুন ঘর

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪৫

শ্রীপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবার পেল নতুন ঘর

ছবি : বাংলাদেশের খবর

জন্মান্ধ আট সদস্যের একটি পরিবারকে ঘর উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রকিফুল ইসলাম বাচ্চু।

শনিবার (৫ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে পরিবারটির হাতে ঘরটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আমির হোসেনের পরিবারের আট সদস্যই জন্মান্ধ। পরিবারের উপার্জনের একমাত্র ভরসা—বাজারে ঢোল বাজানো। পুরোনো মাটির ঘরটি বৃষ্টিতে টিন ফুটো হয়ে পানি পড়ে। জীর্ণ ঘরেই মানবেতর জীবন কাটছিল।

ঘটনাটি জানার পর ডা. রকিফুল ইসলাম বাচ্চু নিজেই বাড়িতে গিয়ে পরিদর্শন করেন। এরপর তিন কাঠা জমির ওপর পরিবারটির জন্য নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। ঘর হস্তান্তরের সময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জন্মান্ধ পরিবারের সদস্য জাকির হোসেন বলেন, `ঘরটি পেয়ে আমরা খুবই খুশি। বৃষ্টিতে আর ভিজতে হবে না।'

এ বিষয়ে ডা. রকিফুল ইসলাম বলেন, `আমরা চিকিৎসা, যাতায়াতসহ পরিবারটির পাশে আছি। সীমিত সামর্থ্য নিয়েও চেষ্টা করছি তাদের ভালো রাখতে।'

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, আহ্বায়ক সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি মোফাজ্জল হক, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহাগ ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর